শিলিগুড়ি, ২২ আগস্টঃ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন তিলক রোডে অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে বৃহস্পতিবার বিকেলে হঠাৎ আগুন লাগে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়, আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাদের পরিজনেরা।
ঘটনার বিস্তারিত
- ছাদের সোলার প্যানেলে শর্ট সার্কিট থেকেই ধোঁয়া বের হতে শুরু করে।
- খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল, বিদ্যুৎ দপ্তর ও পানি ট্যাংকি আউটপোস্টের পুলিশ।
- দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অল্পের জন্য এড়ানো গেল বিপর্যয়
- নার্সিংহোমের ছাদে প্রচুর গ্যাস সিলিন্ডার মজুত ছিল।
- সেগুলিতে আগুন লাগলে বড়সড় বিস্ফোরণ ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছে দমকল।
- নার্সিংহোম কর্তৃপক্ষের অগ্নি নির্বাপন ব্যবস্থাই কাজে লাগে আগুন নেভাতে।
দমকল বিভাগের বক্তব্য
- আগুনের উৎস সোলার প্যানেলের শর্ট সার্কিট।
- ছাদে টিনের চাল বসানো বৈধ কি না তা খতিয়ে দেখা হবে।
যদিও কোনো প্রাণহানি বা বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি, তবে ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে নার্সিংহোম চত্বর জুড়ে।