কলকাতা, শনিবার: ভোট প্রস্তুতি নিয়ে ফের কড়া মনোভাব নিল নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধন (SIR) কোন পর্যায়ে রয়েছে, তা জানতে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) কাছে চিঠি পাঠানো হলো। আগামী ২৯ আগস্টের মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
কমিশনের নির্দেশিকা
- ইতিমধ্যেই ৫ আগস্ট কমিশন সিইওদের শূন্যপদ পূরণ ও প্রস্তুতিপর্ব দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছিল।
- শুক্রবারের চিঠিতে সেই নির্দেশই ফের মনে করিয়ে দিয়ে কমিশনের কড়া বার্তা- নির্বাচন সংক্রান্ত সব শূন্যপদ দ্রুত পূরণ করতে হবে।
- সেইসঙ্গে, প্রস্তুতি কোন পর্যায়ে আছে, তার অগ্রগতি রিপোর্ট দিতে হবে ২৯ আগস্টের মধ্যে।
বুথের সংখ্যা বৃদ্ধি
- নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রতি বুথে সর্বোচ্চ ১,২০০ ভোটার রাখা যাবে।
- এর ফলে বুথ সংখ্যা বেড়ে রাজ্যে দাঁড়িয়েছে ৯৪ হাজারের বেশি (পূর্বে ছিল ৮০,৬৮০টি)।
- অতিরিক্ত ১৪ হাজার বুথের তালিকা ইতিমধ্যেই সব স্বীকৃত রাজনৈতিক দলকে পাঠানো হয়েছে।
সর্বদল বৈঠক
- ভোটগ্রহণ কেন্দ্রের বিন্যাস নিয়ে রাজ্যের সিইও মনোজ আগরওয়াল ২৯ আগস্ট বিকেলে সর্বদল বৈঠক ডাকেছেন।
- এর আগে বুধবার বৈঠক ডাকার সিদ্ধান্ত হলেও তা স্থগিত হয়েছিল। এবার সেই বৈঠকই নতুন তারিখে হবে।