মুর্শিদাবাদ: নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের চাঞ্চল্য। শনিবার সকালে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বড়ঞার বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
অভিযোগ, বাড়িতে হানা দিতেই পালানোর চেষ্টা করেন জীবনকৃষ্ণ সাহা। শুধু তাই নয়, তদন্তকারীদের দেখে নিজের মোবাইল ফোন ঝোপের মধ্যে ছুড়ে ফেলেন তিনি। তবে শেষ পর্যন্ত ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। বাড়ির পিছনের পাঁচিল টপকে পালাতে গিয়েই ED আধিকারিকদের হাতে ধরা পড়েন বিধায়ক। পরে বাড়ির আশপাশ খুঁজে উদ্ধার হয় তাঁর দুটি মোবাইল ফোন।
উল্লেখযোগ্যভাবে, এর আগেও সিবিআই (CBI) তল্লাশির সময় নিজের ফোন পুকুরে ছুড়ে ফেলার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
এর আগে ২০২৩ সালের ১৭ এপ্রিল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। সেই মামলায় মে মাসে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি। আজকের অভিযানে বড়ঞার বিধায়কের পাশাপাশি তাঁর আত্মীয়া, সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও তল্লাশি চালায় ED।