গ্রেটার নয়ডা: যৌতুকের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে একে একে গ্রেপ্তার হলেন চার অভিযুক্ত। মৃতার নাম নিক্কি ভাটি। অভিযোগ, স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুর মিলে নিক্কিকে নির্মমভাবে খুন করেছেন।
ঘটনার বিবরণ:
- নিক্কিকে দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য অত্যাচার করা হচ্ছিল।
- সম্প্রতি বাপের বাড়ি থেকে ৩৬ লক্ষ টাকা আনার দাবি জানায় শ্বশুরবাড়ির লোকজন।
- বৃহস্পতিবার রাতে ছোট্ট ছেলের সামনেই গৃহবধূকে বেধড়ক মারধর করে গায়ে দাহ্য তরল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
- জ্বলন্ত অবস্থায় বাঁচার চেষ্টা করে বাড়ির সিঁড়ি দিয়ে নেমে আসেন নিক্কি। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
- দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
পুলিশি পদক্ষেপ:
- নিক্কির দিদি কাঞ্চনের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের।
- মূল অভিযুক্ত স্বামী বিপিন ভাটিকে গ্রেপ্তার করে পুলিশ। হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে তাঁর পায়ে গুলি করে আটক করা হয়।
- এরপর একে একে গ্রেপ্তার হন শাশুড়ি দয়া ভাটি, শ্বশুর সত্যবীর ভাটি এবং ভাসুর রোহিত ভাটি।
যৌতুক প্রসঙ্গ:
নিক্কির বাড়ি থেকে বিয়েতে সোনা, স্করপিও গাড়ি, বুলেট বাইকের মতো মূল্যবান সামগ্রী দেওয়া হয়েছিল। কিন্তু বিয়ের নয় বছর পর আবারও নতুন করে নগদ ৩৬ লক্ষ টাকা দাবি করে অত্যাচার শুরু হয়।
এই নৃশংস ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ।