বেজিং: সাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন (এসসিও) শীর্ষ সম্মেলনের পর মঙ্গলবার চিনের বেজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। বৈঠকের একটি ভিডিও (যদিও UJ NEWS ভিডিওটির সত্যতা যাচাই করেনি) সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষের ঝড় উঠেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, দু’জনেই কোট-প্যান্ট এবং টাই পরিহিত অবস্থায় মুখোমুখি বসে বৈঠক করছেন। কিন্তু শাহবাজ় শরিফের পরা প্যান্টটি তুলনামূলকভাবে ছোট বলে মনে করেছেন নেটিজেনরা। সেই থেকেই শুরু হয়েছে ঠাট্টা-বিদ্রূপ। অনেকেই মন্তব্য করেছেন, আন্তর্জাতিক সম্মেলনের মতো গম্ভীর মুহূর্তে এমন পোশাক মোটেই মানানসই নয়।
‘জ়ীনত রানা’ নামের একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার হয়েছে। অনেকে আবার হাস্যরস মিশিয়ে লিখেছেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রীর পোশাকের মাপ ঠিক না হলেও কটাক্ষের মাপে তিনি পুরো নম্বর পেয়েছেন।”