উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা ও ধস কবলিত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে শিলিগুড়ি ইসকন মন্দির।
আজ ইসকন শিলিগুড়ি ও প্রাইম ডেভেলপার্স-এর যৌথ উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয় পড়াঝার এলাকায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ডেভেলপার্স-এর ডিরেক্টর স্মতি সুশীলা দেবী আগারওয়াল।
এই মানবিক উদ্যোগের বিষয়ে শিলিগুড়ি ইসকন মন্দিরের উত্তর-পূর্ব ভারতের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস বলেন,
এই কঠিন সময়ে আমরা মানুষের পাশে আছি এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের মানবিক কার্যক্রম চলবে। আমাদের লক্ষ্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুধু উপকরণগত নয়, মানসিকভাবে সহায়তা প্রদান করা।