শিলিগুড়ি, ১২ নভেম্বর: শিলিগুড়ি পুরনিগমের ৫ নম্বর ওয়ার্ডের সন্তোষীনগর এলাকায় অবৈধ নির্মাণ ভাঙচুরকে কেন্দ্র করে বুধবার সকালে চাঞ্চল্য ছড়ায়। অবৈধ নির্মাণ অপসারণে বুলডোজার নিয়ে অভিযানে গিয়ে বাধার মুখে পড়েন পুরনিগমের কর্মীরা।
পুরনিগম সূত্রের খবর, সেই বাড়িটি রাস্তার কিছু অংশ দখল করে নির্মিত হয়েছে বলে অভিযোগ। পুরনিগমের পক্ষ থেকে আগে নোটিশ দেওয়া হলেও তাতে সাড়া মেলেনি বলে জানানো হয়েছে। সেই মতো এদিন সকালে পুরকর্মীরা ভাঙচুর অভিযান শুরু করতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর অনিতা মাহাতো।
কাউন্সিলর অনিতা মাহাতো অভিযোগ করেন, “শহরে অসংখ্য বেআইনি নির্মাণ রয়েছে, কিন্তু কেন শুধুমাত্র এক বাড়িকেই টার্গেট করা হচ্ছে? পুরনিগম গরিব মানুষের উপর অন্যায় করছে।” তিনি বাড়ির মালিককে সাত দিনের সময় দেওয়ার দাবি জানান এবং বলেন, এই বিষয়ে তিনি মেয়রের সঙ্গে কথা বলেছেন।
অন্যদিকে, বাড়ির মালিকের দাবি, তার বাড়িটি বহু বছর আগে নির্মিত এবং সব নথি—কর ও বিদ্যুৎ বিল—সম্পূর্ণ রয়েছে। তাঁর কথায়, “আমাকে সাত দিন সময় দিলে আমি নিজেই রাস্তার ওপরে থাকা অংশ ভেঙে ফেলবো।
এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ ও পুরনিগম আধিকারিকরা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সাত দিনের সময় চেয়ে পুরনিগমের কাছে একটি লিখিত জমা করে।