
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মেকআপের সময় আইব্রো পেন্সিলটি একবার ব্যবহার না করলে মন ভরে না। তবে যাদের ভ্রূ ঘন, তাঁদের এটি ব্যবহারের কোনও দরকার পড়ে না। তবে ভ্রূ (Eyebrow) পাতলা হলে, সেই সমস্যা সমাধানেরও কয়েকটি ঘরোয়া টোটকা রয়েছে। তা জেনে নিন…
পেঁয়াজের রস
নতুন চুলের পাশাপাশি ভ্রূ ঘন করতেও সাহায্য করে পেঁয়াজের রস। পেঁয়াজে রসে থাকা সালফার ভ্রূ বৃদ্ধি করে। স্নানের আগে ভালো করে ভ্রূতে পেঁয়াজের রস মালিশ করুন। ১৫-২০ মিনিট রেখে দিন। তারপর শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এমনটা করলে উপকার পাবেন।