২০২৫ সালের ১ অক্টোবর থেকে বেড়েছে আধার কার্ড আপডেটের খরচ। আগের তুলনায় ১৫ থেকে ২৫ টাকা পর্যন্ত বাড়তি খরচ করতে হবে আধার আপডেট করতে। আপাতত জানা গিয়েছে ২০২৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নতুন হার কার্যকর থাকবে।
নতুন আধার কার্ড ইস্যু করার জন্য এখনও কোনও ফি নেই। তবে বর্তমান আধার কার্ড আপডেট করার ফি ৫০ টাকা থেকে বেড়ে ৭৫ টাকা হয়েছে। একইভাবে, বায়োমেট্রিক আপডেটের ফি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১২৫ টাকা করা হয়েছে, যার অর্থ অতিরিক্ত ২৫ টাকা লাগবে। এটি প্রায় পাঁচ বছরের মধ্যে UIDAI কর্তৃক প্রথম ফি বৃদ্ধি।
UIDAI ৫ থেকে ৭ এবং ১৫ থেকে ১৭ বছর বয়সী শিশু এবং কিশোর-কিশোরীদের জন্য বায়োমেট্রিক আপডেট ফি ছাড় স্বস্তি দিয়েছে, যা আগে ৫০ টাকা ছিল। ফিতে ছাড় সত্ত্বেও, এই আপডেটগুলি বাধ্যতামূলক রয়েছে।
আপনার বাড়িতে বা সুবিধাজনক ঠিকানায় পৌঁছে দেওয়া মেশিনের মাধ্যমে আধার তথ্য আপডেট করার ফি ৭০০ টাকায় অপরিবর্তিত রয়েছে। এই পরিষেবাটি পেতে, UIDAI-কে ইমেল করতে হবে।
ডিজিটাল ইন্ডিয়ায় (Digital India) সুবিধার সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে বেশকিছু সমস্যা। অনেক ক্ষেত্রে আসল ভেবে নকল আধার কার্ড (Aadhaar Card) ঘরে রাখছেন আপনি। সেই ক্ষেত্রে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে হবে আপনাকে। জেনে নিন, কীভাবে বুঝবেন, আপনার আদারা কার্ড আসল না নকল।
নাম, ঠিকানা, মোবাইল নম্বর বা জন্ম তারিখ আপডেটের মতো কাজ করতে আগে ৫০ টাকা ফি লাগত। আর এখন সেই কাজ করতে লাগবে ৭৫ টাকা। আগে আঙুলের ছাপ, চোখের ছবি বা ছবি আপডেট করতে দিতে হত ১০০ টাকা। আর বর্তমানে সেই কাজ করতে দিতে হবে ১২৫ টাকা। এ ছাড়াও বেশ কিছু পরিষেবা পেতে এতদিন ৭৫ টাকা খরচ হত। যে কাজ করতে এবার খরচ হবে ৯০ টাকা। তবে, পিভিসি আধার কার্ড অর্ডার করতে যে ৫০টাকা লাগত, এখনও তাইই লাগবে।
এত খরচ বাড়লেও নতুন আধার করতে লাগবে না কোনও খরচ। এ ছাড়াও শিশুদের জন্য যে বাল আধার, তা করতেও কোনও ফি নেওয়া হবে না বলেই জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই। এমনকি শিসুর বয়স যখন ৫ হবে বাল আধার আপডেট করতে, অর্থাৎ ম্যান্ডেটরি আধার আপডেটের ক্ষেত্রে কোনও খরচ করতে হবে না। এমনকি ১৫ বছর বয়োসেও যে ম্যান্ডেটরি আধার আপডেট, তা করতেও খরচ করতে হবে না কানাকড়ি।