
মালদা, ২৮ জুলাই: ফের চুরির ঘটনা ঘটল কলকাতা থেকে মালদাগামী গৌড় এক্সপ্রেস ট্রেনে—তাও আবার এসি কামরায়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সোমবার সকালেই মালদা টাউন স্টেশন চত্বরে ছড়ায় তীব্র চাঞ্চল্য।
চুরির বিষয়টি নজরে আসে যখন ট্রেনটি মালদা টাউন স্টেশনে ঢোকার কিছু আগে যাত্রীরা ব্যাগ খোয়া যাওয়ার ঘটনা দেখতে পান। মালদা শহরের বিবেকানন্দপল্লীর বাসিন্দা অনুশ্রী ভট্টাচার্য মালদা জিআরপি থানায় লিখিত অভিযোগ জানান।
তিনি জানান, রবিবার রাতে তিনি ও তাঁর স্বামী কলকাতা থেকে গৌড় এক্সপ্রেসের এসি কামরায় উঠে মালদার উদ্দেশে যাত্রা করেন। ভোর ৩টা নাগাদ হ্যান্ডব্যাগটি তাঁর কাছে থাকলেও সকালে ঘুম ভেঙে দেখেন ব্যাগটি উধাও।
চুরি হওয়া ব্যাগে ছিল:
- দুটি দামি মোবাইল ফোন
- একটি ATM কার্ড
- একটি ক্রেডিট কার্ড
- নগদ ১৩০০ টাকা
তবে শুধু অনুশ্রী দেবীরই নয়, আরও বেশ কয়েকজন যাত্রীর মোবাইল, ব্যাগ, এমনকি ল্যাপটপ খোয়া গিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারাও জিআরপিতে অভিযোগ জানাতে আসেন।
এই ঘটনা সামনে আসতেই যাত্রীদের প্রশ্ন, “গৌড় এক্সপ্রেসের মতো ট্রেনের এসি কামরাতেও যদি চুরি হয়, তবে রেলের নিরাপত্তা কোথায়?”
মালদা জিআরপি সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।