
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর: আদিবাসীদের সংবিধান প্রদত্ত অধিকার নিশ্চিত করার দাবিতে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল আদিবাসী সেঙ্গেল অভিযান। শনিবার প্রায় পাঁচ শতাধিক আদিবাসী মিছিল করে শহরে পৌঁছে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান।
বিক্ষোভকারীরা জানান, সাঁওতালি ভাষাকে ঝাড়খণ্ডের রাজ ভাষার স্বীকৃতি দেওয়া, প্রকৃতির পূজারী আদিবাসীদের জন্য সারনা ধর্ম কোড প্রবর্তন, আদিবাসীদের জমি রক্ষা, এবং মাঝি-পরগনা প্রশাসনিক ব্যবস্থায় সংবিধান ও গণতন্ত্র প্রয়োগসহ মোট ছয় দফা দাবিতে এদিন ডেপুটেশন দেওয়া হয়।
তাদের হুঁশিয়ারি, এই দাবিগুলি মান্যতা না পেলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামবে আদিবাসী সেঙ্গেল অভিযান।