
কোচবিহার, ২৭ জুলাই: স্নাতক স্তরে কলেজে ভর্তি প্রক্রিয়ায় দীর্ঘ টালবাহানার প্রতিবাদে AIDSO (All India Democratic Students’ Organisation)-এর পক্ষ থেকে কোচবিহার কাছারি মোড়ে বিক্ষোভ সমাবেশ করা হলো।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল বের করেন, যা কাছারি মোড় সংলগ্ন এলাকা পরিক্রমা করে। তাদের দাবি, অবিলম্বে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া শুরু করে ক্লাস চালু করতে হবে।
AIDSO-র এক সদস্য জানান, “ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা চলতে পারে না। রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয় দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় আন্দোলনে যাব আমরা।”
স্থানীয় বাসিন্দাদের একাংশও এই দাবির প্রতি সহানুভূতি জানিয়েছেন। বর্তমানে প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।