
রাজা খান, প্রতিনিধি, ইসলামপুর, ২৯ জুলাই: মাদকমুক্ত সমাজ গঠনে এবার নাটকের মাধ্যমে সচেতনতার বার্তা দিল ইসলামপুর পুলিশ। মঙ্গলবার দুপুরে ইসলামপুর বাস টার্মিনাস প্রাঙ্গণে ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচির মূল আকর্ষণ ছিল নাট্য উপস্থাপনা, যার মাধ্যমে জনসাধারণকে মাদকের ক্ষতিকর দিক নিয়ে সচেতন করা হয়। অনুষ্ঠান চলাকালীন জমায়েত দর্শকদের মধ্যে মাদক বিরোধী বার্তা ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস, রাজ্যের মাস সেভিংস মন্ত্রী গোলাম রব্বানি, ইসলামপুর মহকুমা শাসক প্রিয়া যাদব, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

পুলিশ সুপার জবি থমাস বলেন, “মাদক শুধু ব্যক্তি নয়, পুরো সমাজকে ধ্বংস করে দেয়। আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে রাখতে সহায়ক হবে।”
এই উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত অতিথিরাও। তাঁরা জানান, এই ধরনের সচেতনতা কর্মসূচি আরও বড় পরিসরে হওয়া প্রয়োজন, যাতে সমাজে মাদকের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে ওঠে।