শিলিগুড়ি, ২ সেপ্টেম্বর: এটিএম থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলায় কেড়ে নেওয়া হয় নগদ টাকা ও এটিএম কার্ড। তবে ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতদের নাম রবিন রায় ও আমিনুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ আগস্ট (শনিবার) রাতে ফুলবাড়ীর বাসিন্দা বিশ্বনাথ রায় এটিএম থেকে নগদ টাকা তুলে সাইকেলে বাড়ি ফিরছিলেন। ক্যানেল রোড এলাকায় পৌঁছাতেই তিন দুষ্কৃতী তাঁকে আটকায়। এরপর তাঁর কাছ থেকে ছিনিয়ে নেয় ২০ হাজার টাকা নগদ এবং এটিএম কার্ড। ঘটনাটি এলাকায় প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে ভুক্তভোগী এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে। রবিবার ফুলবাড়ী এলাকা থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। তাঁদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ১৫ হাজার টাকা। পুলিশ জানিয়েছে, বাকি টাকা এবং তৃতীয় অভিযুক্তের খোঁজ চলছে।
ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।