
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, ১১ আগস্ট: বন্ধুদের সঙ্গে সাঁতার শিখতে নেমে আত্রেয়ী নদীতে স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হল এক স্কুলছাত্র। গতকাল বিকেল থেকে আজ দুপুর পর্যন্ত তল্লাশি চালিয়েও তার কোনও সন্ধান মেলেনি।
নিখোঁজ ছাত্রের নাম কৃতিমান বর্মন (দশম শ্রেণী), বাড়ি উত্তর চকভবানী এলাকায়। সে বালুরঘাট হাইস্কুলের ছাত্র। পরিবার সূত্রে জানা গিয়েছে, টিউশনি পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় কৃতিমান। পরে জানা যায়, দুই বন্ধুর সঙ্গে রঘুনাথপুরের রঘুনাথ মন্দিরের পাশের আত্রেয়ী নদীর ঘাটে সাঁতার শিখতে নামে সে। বর্ষায় ভরা নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় ওই ছাত্র।
ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। গতকাল বিকেল থেকে আজ দুপুর পর্যন্ত তল্লাশি চালিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ ছাত্রের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।