
আউশগ্রাম, বর্ধমান, ১৮ জুলাই:স্কুলে অনুপস্থিত থাকলে দিতে হবে টাকা! এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল বর্ধমানের আউশগ্রামের ভেদিয়া উচ্চবিদ্যালয়ে। ছাত্রছাত্রী ও অভিভাবকদের অভিযোগ, অনুপস্থিতির কারণ দেখিয়ে রসিদ ছাড়াই বাড়তি টাকা আদায় করছে স্কুল কর্তৃপক্ষ।
অভিভাবকরা জানিয়েছেন, দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের কাছ থেকে স্কুল ফি বাবদ ৪০০ টাকা ছাড়াও, পর্যাপ্ত উপস্থিতি না থাকার অজুহাতে আরও ২০০ টাকা করে নেওয়া হয়েছে। এমনকি যেসব ছাত্রছাত্রীর উপস্থিতি যথাযথ, তাদের কাছ থেকেও ওই টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ।
এই ঘটনার জেরে ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়ায়। প্রতিবাদের মুখে ভুল স্বীকার করে নেন স্কুলের করণিক আব্দুল আলিম মণ্ডল। তিনি বলেন, “আমি একটা ভুল করে ফেলেছি। টাকা ফেরত দিয়ে দেব বলেছিলাম।” তিনি আশ্বাস দেন, বাড়তি হিসেবে নেওয়া সমস্ত টাকা ফেরত দেওয়া হবে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মিশ্র বলেন, “আমার অজান্তেই এই টাকা তোলা হয়েছে। রসিদ ছাড়া টাকা নেওয়া উচিত নয়।”
ঘটনার পর জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) দেবব্রত পালকে ফোনে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে অনুপস্থিতির অজুহাতে টাকা নেওয়া আইনসিদ্ধ নয়। আমি খোঁজ নিচ্ছি।”
বর্তমানে প্রশাসনিক তদন্ত শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও, ঘটনায় বিদ্যালয়ের ভাবমূর্তি ও পরিচালনার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে।