
শিলিগুড়ি, ২৭ জুলাই: শিলিগুড়ির বাগডোগরায় ঘটলো এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। তাতে প্রাণ হারালেন দুই যুবক, গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরেকজন।
ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে, প্রায় ৩টে নাগাদ, বাগডোগরার ঘোষপুকুর সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, তিন যুবক একটি মোটরবাইকে করে তাইপুতে তাঁদের বাড়ির উদ্দেশে ফিরছিলেন। দ্রুত গতিতে ছুটে চলা ওই মোটরসাইকেলটি একটি চারচাকা গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে।
প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান দুইজন। অপর একজন গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা দু’জনকে মৃত ঘোষণা করেন।
আহত যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ মৃতদেহগুলির ময়নাতদন্ত হবে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।
প্রাথমিকভাবে অনুমান, অতিরিক্ত গতি এবং নিয়ন্ত্রণ হারানোতেই এই দুর্ঘটনা ঘটেছে।