
জমি জটেই থমকে এলিভেটেড করিডোর, সরব অজয় টামটা
শনিবার শিলিগুড়ির মাটিগাড়ার বালাসন সেতুর কাছে জাতীয় সড়কের এলিভেটেড করিডোর নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সরব হলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন প্রতিমন্ত্রী অজয় টামটা।
এই দিনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন এবং ফাঁসিদেওয়ার বিধায়ক দূর্গা মুর্মু। দলটি মিলে খতিয়ে দেখেন এলিভেটেড করিডোরের অগ্রগতি।
পরিদর্শনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অজয় টামটা জানান, “রাজ্যের তরফ থেকে প্রয়োজনীয় জমি অধিগ্রহণে সহযোগিতা না পাওয়ার কারণেই এই প্রকল্পগুলি থমকে রয়েছে।” শুধু বালাসন সেতু নয়, আরও একাধিক জাতীয় সড়ক প্রকল্প একই সমস্যার মুখে পড়েছে বলেও তিনি অভিযোগ করেন।
এই মন্তব্যে ফের একবার কেন্দ্র-রাজ্য টানাপোড়েন প্রকাশ্যে এল উত্তরবঙ্গের উন্নয়ন ঘিরে।