
বালুরঘাট নিউটাউন ক্লাবে রাজকীয় দুর্গোৎসব, লালকেল্লার আদলে তৈরি হবে মন্ডপ
সংবাদ বিশ্লেষণ:
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেল। নিউটাউন ক্লাব ও পল্লী পাঠাগারের খুঁটিপুজোয় রবিবার অংশ নিলেন সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, যিনি বর্তমানে এই ক্লাবের সভাপতির দায়িত্বেও রয়েছেন।
প্রতিবছরের মতো এবারও বিগ বাজেটের থিম পুজো করতে চলেছে নিউটাউন ক্লাব। এবারের থিম—
–“অপারেশন সিঁদুর”
–মন্ডপ তৈরি হবে ঐতিহাসিক লালকেল্লার আদলে
–সুদূর মুম্বই থেকে আগত আলো শিল্পী এই থিমকে জীবন্ত করে তুলবেন
সুকান্তবাবু জানান, “এটা শুধু পুজো নয়, এটি এক ঐতিহাসিক আবেগের প্রতিফলন। অপারেশন সিঁদুরের মাধ্যমে আমরা এক সাহসী বার্তা দিতে চাই সমাজকে।“
প্রতিবারই নিউটাউন ক্লাবের পুজো ঘিরে দর্শনার্থীদের মধ্যে থাকে প্রবল উন্মাদনা। এবারের এই থিমে আরও বাড়বে কৌতূহল ও দর্শনার্থীর ভিড়, এমনটাই মত স্থানীয়দের।