শিলিগুড়ি: ভারত-নেপাল সীমান্তের পানিট্যাংকি এলাকায় গ্রেফতার হলেন এক বাংলাদেশি যুবক। রবিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এসএসবি-র ৪১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ওই যুবককে আটক করে।
ধৃতের নাম মহৎ চন্দ্র (৩৯)। তিনি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার বাসিন্দা। এসএসবি সূত্রে জানা গিয়েছে, প্রায় দুই মাস আগে পঞ্চগড় সীমান্ত দিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিলেন তিনি।

অভিযান চলাকালীন মহৎ চন্দ্রের কাছ থেকে একটি বাংলাদেশি নাগরিকত্বের পরিচয়পত্র উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, ভারতে প্রবেশের পর তিনি শিলিগুড়ির খড়িবাড়ি থানার অন্তর্গত পানিট্যাংকি এলাকায় রাজমিস্ত্রির কাজ করছিলেন।
অভিযান শেষে এসএসবি ধৃতকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। প্রাথমিকভাবে তাঁর ভারতে আসার উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কী কারণে তিনি সীমান্ত অতিক্রম করে দীর্ঘদিন ধরে পানিট্যাংকিতে বসবাস করছিলেন, তার তদন্তে নেমেছে এসএসবি ও খড়িবাড়ি থানার পুলিশ।
ধৃতকে সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।