
বিক্ষোভ, আলোচনার পর সমাধান, ফের চর্চায় রবি-উদয়ন সম্পর্ক
কোচবিহারের রাজপথে আজ সকাল থেকে উত্তেজনা চরমে। মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের মূর্তি বসানোর দাবিতে বিক্ষোভে সামিল হন কোচবিহার নাগরিক মঞ্চের সদস্যরা। বিক্ষোভের মধ্যেই বিষয়টি পৌঁছে যায় শাসক শিবিরের শীর্ষ মহলে।
দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এনবিডিডি অফিসে পৌঁছন মন্ত্রী উদয়ন গুহ এবং তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সেখানে ক্ষত্রীয় সমাজের সঙ্গে আলোচনায় বসেন তাঁরা। আলোচনা চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করেন মন্ত্রী উদয়ন গুহকে এবং সমস্যা দ্রুত মেটানোর নির্দেশ দেন।
এরপরেই উদয়ন গুহ নিজে জেলা শাসকের উপস্থিতিতে জায়গা বুঝিয়ে দেন এনবিডিডি অফিসের সামনে, যেখানে কোচবিহার পৌরসভা মূর্তি বসাবে বলে জানানো হয়েছে।
এই ঘটনার পর রবি ও উদয়ন গুহর রাজনৈতিক সম্পর্ক আবার চর্চার কেন্দ্রে উঠে এসেছে কোচবিহারের রাজনীতিতে।