
কোচবিহার: বেতন বৃদ্ধির দাবিতে টানা তিন দিন ধরে কোচবিহার পৌরসভার সামনে বিক্ষোভে শামিল হলেন পৌর কর্মচারীরা। পুরসভা কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান বেতনে সংসার চালানো কার্যত অসম্ভব। তাই অবিলম্বে বেতন পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে।
ইউনিয়নের প্রতিনিধিদের বক্তব্য, বহুদিন ধরে এই দাবি জানানো হলেও এখনও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁরা চান, আগামী বোর্ড মিটিংয়ের এজেন্ডায় যেন বেতন বৃদ্ধির প্রসঙ্গ অন্তর্ভুক্ত করা হয়।
একজন কর্মচারী বলেন, “আমরা দিনের পর দিন কঠোর পরিশ্রম করি, অথচ বেতন বাড়ছে না। এই অবস্থায় সংসার চালানো দুঃসাধ্য হয়ে পড়েছে।”
ইউনিয়নের হুঁশিয়ারি, দাবি না মানা হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা।