
কলকাতা/দুর্গাপুর, শুক্রবার, ১৮ জুলাই: দুর্গাপুরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। কিন্তু সেই মঞ্চে দেখা মিলবে না বিজেপির রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ-এর। বরং শুক্রবার সকালেই তিনি দিল্লি রওনা দিলেন। এই সিদ্ধান্তকে ঘিরে দলীয় অন্দরে এবং রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
কলকাতা বিমানবন্দরে উড়ান ধরার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বলেন,
“আমাকে পার্টি ডাকেনি। কর্মীরা ডেকেছিলেন, তাই হ্যাঁ করেছিলাম। হয়তো পার্টি চায়ও না আমি যাই। অস্বস্তি হবে। তাই আমি দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছি না।”
তবে তিনি একইসঙ্গে জানান,
“দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি—পার্টিরই কাজ।”
দলীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর ১টার সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা-র সঙ্গে বৈঠক করার কথা রয়েছে দিলীপের।
সোশ্যাল পোস্ট করেছিলেন অংশগ্রহণের আহ্বান
মজার বিষয়, মাত্র একদিন আগেই মোদীর দুর্গাপুর সভা ঘিরে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কর্মীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছিলেন দিলীপ। পোস্টে লিখেছিলেন—“আমরা থাকছি, আপনিও আসুন।” ফলে শেষ মুহূর্তে দিল্লি যাত্রা প্রশ্ন তুলেছে।