
জলপাইগুড়ি: প্রতিদিন এক লক্ষেরও বেশি ডিম উৎপাদন করত রাজগঞ্জ ব্লকের চেকরমারি গ্রামের সাই শিবম পোল্ট্রি ফার্ম। রাজ্যে ডিমের ঘাটতি মেটাতে ৪০ কোটি টাকা ব্যয়ে তৈরি এই প্রকল্পে কাজ করতেন গ্রামের শতাধিক মানুষ। কিন্তু মাছি ও নানান সংক্রামক রোগের প্রভাবের অভিযোগে অবশেষে বন্ধ হতে চলেছে এই ফার্ম।
অভিযোগ, গত কয়েক মাস ধরে ফার্ম থেকে ছড়ানো মাছির কারণে আশপাশের আটটি গ্রাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যেই জন্ডিসে আক্রান্ত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। লেপ্টোস্পাইরোসিস রোগে আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে শতাধিক। গ্রামবাসীরা ফার্মকেই দায়ী করেছেন।
এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের নির্দেশে ফার্ম সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। জেলাশাসক শামা পারভিনের ডাকা বৈঠকে জানানো হয়, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ফার্ম চালানো যাবে না। আগামী ৭ দিনের মধ্যে নথি জমা দিতে বলা হয়েছে কর্তৃপক্ষকে।
গ্রামবাসীরা প্রশাসনের সিদ্ধান্তে খুশি হলেও ফার্ম কর্মী ও বনিকসভায় নেমেছে হতাশার ছায়া। ফার্ম কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গ্রামবাসী মহম্মদ রকবুল জানান, “এই ফার্ম স্থাপনের জন্য আমাদের জমি নেওয়া হয়েছিল। পরিবারের কয়েকজন এখানে কাজ করেন। ফার্ম বন্ধ হলে বড় সমস্যায় পড়ব আমরা।”