
ফুটবল খেলা পছন্দ করেন এমন অনেকেই রয়েছেন , তাদের মধ্যে থেকে উঠে এসে মাঠে লাগাতার দিন রাত প্র্যাকটিস্ করে সাফল্যের দিকে এগিয়ে গিয়েছেন এমন বহু প্লেয়ারও রয়েছেন , তবে এরই মধ্যে আবার এমন অনেক নাম না জানা প্লেয়ারও রয়েছেন যারা হয়তো সেই সুযোগই পাননি নিজেকে বিশ্বের সামনে খেলোয়াড় হিসেবে তুলে ধরতে , খেলতে ভালো বাসলেও অনেকেই আর্থিক সমস্যার কারণে পিছিয়ে পড়তে হয়েছে, অনেকে হয়তো আবার বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় নিজের মধ্যেই দমিয়ে রেখেছে তাঁর ফুটবলের প্রতি বুক ভরা ভালোবাসা।
আজ তাদের মতো খেলোয়াড়দেড়কে নিয়েই এক অভিনব ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলো ইউনিক ফাউন্ডেশন। শিলিগুড়ি উইনার্স ক্লাবের সহযোগিতায় এ বছর প্রথম শহর শিলিগুড়িতে আয়োজিত হলো এমন টুর্নামেন্ট ।
এই টুর্নামেন্টের নাম দেওয়া হয় “একতা ফুটবল টুর্নামেন্ট ২০২৫” , এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এমন অনেক প্লেয়ারই যারা হয়তো কোনো সময় আর্থিক কিংবা শারীরিক সম্যসার জন্য খেলতে পারেননি বা মাঝ পথেই খেলা থেকে বিরতি নিয়েছেন।
এমন মহতী উদ্যোগে খুশি খেলোয়াড় থেকে শুরু করে সাধারণ মানুষ। অনেকেই সাধুবাদ জানিয়েছেন উইনার্স ক্লাব তথা ইউনিক ফাউন্ডটেশনের এই বৃহৎ প্রচেষ্টাকে।