
শিলিগুড়ি, ২৬ জুলাই: শিলিগুড়ি উত্তর একটিয়াশালের ইস্টার্ন বাইপাস থেকে খাই খাই বাজার পর্যন্ত সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। সেই সঙ্গে নেই সঠিক নিকাশির ব্যবস্থা। ফলে বর্ষার সময় জল জমে চলাচল সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর পঞ্চায়েত প্রতিনিধিদের কাছে দরবার করলেও মিলছে না স্থায়ী সমাধান। রাস্তা জুড়ে একাধিক গর্ত ও খানাখন্দে হেঁটেও চলা মুশকিল। সবচেয়ে বড় সমস্যা দেখা দিচ্ছে বর্ষায়— জল জমে কাদা এবং দুর্ঘটনার আশঙ্কা চরমে পৌঁছেছে।

এক স্থানীয় বাসিন্দা জানান, “প্রতিদিনই অসুবিধার মধ্যে দিয়ে চলাফেরা করতে হচ্ছে। বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রী ও বৃদ্ধরা পড়ছেন সমস্যায়। প্রয়োজন পড়লে, অ্যাম্বুলেন্স বা গাড়িও ঢুকতে পারছে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও লাভ হয়নি।”
এ বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, “আমরা বালি ও পাথর ফেলে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। বর্ষা মরসুম শেষ হলে পূর্ণাঙ্গ সংস্কারের কাজ শুরু হবে। বিষয়টি জেলা পরিষদকে জানানো হয়েছে এবং আশ্বাসও পাওয়া গেছে।”
