
শিলিগুড়ি, ৭ আগস্ট:শিলিগুড়ির প্রধান নগর সংলগ্ন গুরুং বস্তি এলাকায় একটি রেস্টুরেন্টে বৃহস্পতিবার দুপুরে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে মুহূর্তের মধ্যে রেস্টুরেন্টটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।

ঘটনার খবর পাওয়া মাত্রই দুটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তাঁদের নিরলস চেষ্টায় আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসে। পাশেই থাকা একটি কাপড়ের দোকানেও আগুনের আঁচ লাগে, কিন্তু স্থানীয় বাসিন্দা, দমকল ও পুলিশের তৎপরতায় মালপত্র সরিয়ে নিয়ে বড় ক্ষতির হাত থেকে বাঁচানো সম্ভব হয়।

শিলিগুড়ির মেয়র গৌতম দেব ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান ও পরিস্থিতি খতিয়ে দেখেন।
যদিও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিক করায় আগুন লেগে থাকতে পারে।
ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে দমকল দফতর ও প্রধান নগর থানার পুলিশ।