
শিলিগুড়ি, ১৯ জুলাই: শহরের যানজট এবং পথচারীদের সমস্যার সমাধানে এবার সক্রিয় হল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। শুক্রবার সকালে জলপাইমোড় এলাকায় শুরু হল বিশেষ অভিযান। ফুটপাত দখল করে বসা হকার ও অবৈধ পার্কিং করা গাড়িগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়।
জলপাইমোড় ট্রাফিক গার্ডের আধিকারিকদের নেতৃত্বে সরানো হয় বহু ঠেলাগাড়ি ও অস্থায়ী দোকান। অভিযানের সময় হকারদের সতর্ক করে জানানো হয়, পুনরায় ফুটপাত দখল করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, এই ধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে। শহরজুড়ে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং পথচারীদের সুবিধার্থে ট্রাফিক বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ।