
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর : প্রয়াত হলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির প্রাক্তন সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ বিশ্বনাথ পাল। মঙ্গলবার সকালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
দক্ষিণ দিনাজপুরের পতিরামের বাসিন্দা বিশ্বনাথ পাল কর্মজীবনে পতিরাম হাই স্কুলে শিক্ষকতা করতেন। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতির দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও তাঁর অবদান ছিল স্মরণীয়।

এদিন তাঁর মরদেহ বালুরঘাটে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা কার্যালয়ে নিয়ে আসা হলে সেখানেই বিজেপির বর্তমান জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, সম্পাদক বাপি সরকার, বিধায়ক অশোক লাহিড়ী সহ একাধিক নেতৃত্ব এবং দলীয় কর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান।
বিশ্বনাথ পালের মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে বিজেপি শিবিরে। দিনটিকে শোক দিবস হিসেবে পালন করে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সমস্ত দলীয় কর্মসূচি স্থগিত রাখে। পরবর্তীতে পতিরাম শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।