শিলিগুড়ি, ১ সেপ্টেম্বর: ফুলবাড়ি টোলপ্লাজায় বিএসএফের সফল অভিযানে আটক হল একটি মহিষ ভর্তি কনটেনার। রবিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএসএফ কনটেনারটিকে আটক করে। জানা গেছে, কনটেনারটিতে ছিল মোট ৩৬টি মহিষ, যার মধ্যে ২০টি পূর্ণবয়স্ক এবং ১৬টি বাছুর।
ধৃতদের নাম –হানিফ আলী, আমুজউদ্দিন, হরিফত আলী, কাবেল আলী, মইনুল হক, ওচামন আলী, সামিনুর আলী শেখ এবং সাদ্দাম হোসেন। সকলেই আসামের বাসিন্দা।

সূত্রে জানা যায়, বিহার থেকে মহিষগুলি এনে আসামে পাচারের উদ্দেশ্য ছিল অভিযুক্তদের। বিএসএফ জানিয়েছে, টোলপ্লাজায় কনটেনারটিকে থামিয়ে ড্রাইভারকে লাইভস্টক পারমিট দেখাতে বলা হলে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এরপরই কনটেনার এবং আটজনকে আটক করা হয়।
আটকদের নিউ জলপাইগুড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া সমস্ত মহিষকে সরকারি খোঁয়াড়ে পাঠানো হয়েছে। ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।