শিলিগুড়ি: শিলিগুড়ি আইটিআই মোড়ে SJN বিদ্যাসাগর সংঘের উদ্যোগে আয়োজিত হলো গণেশ পুজো। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, গত তিন বছর ধরে তারা এই পূজো করে আসছেন।

এ বছর তাদের পুজোর বিশেষ থিম- ‘১২ জ্যোতির্লিঙ্গ’। গণেশ চতুর্থী থেকে শুরু হওয়া এই সিদ্ধিদাতার আরাধনা চলবে আগামী শনিবার পর্যন্ত। এই সময়ে থাকছে বিশেষ অনুষ্ঠান ও উপসার বিতরণ।

রবিবার নির্ধারিত হয়েছে সিদ্ধিদাতার মহাবিসর্জন। পূজো উপলক্ষে ইতিমধ্যেই এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে।