
শিলিগুড়ি, ৫ আগস্ট: পশ্চিমবঙ্গ সরকারের নতুন উন্নয়নমূলক প্রকল্প “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচির আওতায় আজ শিলিগুড়ি পুরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের শিলিগুড়ি হিন্দি উচ্চতর বিদ্যালয়ে আয়োজিত ক্যাম্প পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং নেতৃত্বে এই কর্মসূচির উদ্দেশ্য — “জনগণের দরজায় সরকার” — যাতে স্থানীয় স্তরের সমস্যা সরাসরি প্রশাসনের নজরে আনা যায় এবং দ্রুত সমাধান সম্ভব হয়।

পরিদর্শনকালে মেয়র জানান,
“এই কর্মসূচির মাধ্যমে মানুষ সরাসরি তাঁদের এলাকার সমস্যা, দাবিদাওয়া ও পরামর্শ জানাতে পারছেন। শিলিগুড়ি পুর এলাকায় প্রতিটি বুথে দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। আমাদের লক্ষ্য — বাস্তবমুখী সমাধান ও দ্রুত পদক্ষেপ।”

উল্লেখযোগ্য, এই কর্মসূচির আওতায় শিলিগুড়ি পুরনিগমের ৪২১টি বুথে মোট ৪১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে।