শিলিগুড়ি: পরিবেশ রক্ষার বার্তা নিয়ে নিয়মিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে আসছে শিলিগুড়ি হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতি। ১৯৯০ সাল থেকে শুরু হওয়া এই উদ্যোগে এতদিনে তারা ১৫৪টি গাছের চারা রোপণ করেছে। এর মধ্যে বর্তমানে প্রায় ১৫০টি গাছ সুস্থ অবস্থায় রয়েছে এবং প্রতিদিন যত্ন সহকারে বেড়ে উঠছে।

সমিতির ৩৬তম বর্ষ সম্পূর্ণ হলো চলতি বছর। পা রাখল ৩৭তম বর্ষে। এই বিশেষ মুহূর্তে সমিতি হিলকার্ট রোডের বিভিন্ন জায়গায় ৩৬টিরও বেশি নিমগাছের চারা রোপণ করেছে।
সমিতির সদস্যরা জানিয়েছেন, আগামী দিনে আরও বেশি করে বৃক্ষরোপণ কর্মসূচি চালানো হবে। লক্ষ্য, শুধু সবুজায়ন নয়, পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া।
