
শিলিগুড়ি, ২১ আগস্ট: শহরের ৩৬ নম্বর ওয়ার্ডের একাধিক রাস্তার বেহাল দশা ঘিরে বুধবার সরব হলেন বঙ্গীয় হিন্দু মহা মঞ্চের সদস্যরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা শোচনীয় হলেও পুরনিগমের পক্ষ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি।
সংগঠনের দাবি, উন্নয়নের কাজ না করে স্থানীয় তৃণমূল কাউন্সিলার এলাকায় দাদাগিরি চালাচ্ছেন। এমনকি তিনি পুরনিগমে মেয়র ও ডেপুটি মেয়রের সঙ্গেও লড়াইয়ে জড়িয়ে পড়েছেন। ফলে সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়ছেন।
কাউন্সিলারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বঙ্গীয় হিন্দু মহা মঞ্চের সদস্যরা জানিয়েছেন, অবিলম্বে তাঁকে দল ও পুরনিগম থেকে বহিষ্কার করতে হবে।
বুধবার শিলিগুড়ির ১ নম্বর বোরোর বাইরে সংগঠনের কর্মীরা হাতে প্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান। ওই প্যাকার্ডে এলাকার ভাঙাচোরা রাস্তার ছবিও প্রদর্শন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, অবিলম্বে ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবে তারা।