
কোচবিহার, ২৯ জুলাই: উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে দিনহাটা রেলস্টেশনে উদ্ধার হলো প্রায় ৯০০০ বোতল অবৈধ কফ সিরাপ। আরপিএফ এবং জিআরপিএফ-এর যৌথ অভিযানে বাজেয়াপ্ত হওয়া এই মাদকজাত পণ্যের আনুমানিক বাজার মূল্য ১৯ লক্ষ টাকার বেশি।
সূত্রের খবর, আজ শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস দিনহাটা স্টেশনে এসে পৌঁছালে পার্সেল ভ্যান থেকে নামানো হয় মোট ১৫টি বস্তা, যেগুলিতে মেডিসিন বলে বুকিং করা ছিল। তবে রেল নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের সন্দেহ হয় প্যাকেটগুলি ঘিরে। তারা তৎক্ষণাৎ সেই বস্তাগুলি খুলে দেখেন এবং প্রতিটি বস্তায় মেলে কফ সিরাপ ভর্তি কার্টুন।
পরবর্তীতে জানা যায়, প্রতি কার্টুনে ছিল ৩০০টি করে কফ সিরাপের বোতল, অর্থাৎ মোট ৩০টি কার্টুন থেকে উদ্ধার হয়েছে ৯০০ লিটার অবৈধ কফ সিরাপ।
ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে জিআরপিএফ ইতিমধ্যেই নির্দিষ্ট ধারায় মামলা রজু করেছে এবং ঘটনার পেছনে থাকা পাচারচক্রের খোঁজে তদন্ত শুরু হয়েছে।
প্রসঙ্গত, অবৈধভাবে কফ সিরাপ পাচার এখন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে উত্তরবঙ্গে, যা রেলপথকে মাধ্যম হিসেবে ব্যবহার করে পাচারকারীরা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ।
রেলওয়ে পুলিশ এবং আরপিএফ সূত্রে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরনের অবৈধ কারবার রুখতে স্টেশন স্তরে নজরদারি আরও জোরদার করা হবে।