ইসলামপুর, শুক্রবার:দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জেরিয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ কলোনি এলাকায় এক রাতেই ঘটে গেল বড়সড় চুরির ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতীরা একসঙ্গে পাঁচটি বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, সোনার গহনা সহ মূল্যবান সামগ্রী লুট করে পালায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোথাও সিং খুঁড়ে আবার কোথাও তালা ভেঙে দুষ্কৃতীরা বাড়ির ভেতরে ঢুকে এই চুরির ঘটনা ঘটায়। শুক্রবার সকালে একে একে চুরির খবর প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

চুরি যাওয়া সম্পত্তির পরিমাণ বেশ বড় বলে অনুমান করা হচ্ছে। ভুক্তভোগীদের অনেকে কান্নায় ভেঙে পড়েন। ঘটনার খবর পেয়ে গ্রামে ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। তিনি জানান,
“ঘটনাটি ভয়াবহ। পুলিশকে জানানো হবে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।”
ইসলামপুর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে।