কলকাতা: রাজধানীর যাতায়াতে নতুন অধ্যায় শুরু হল শনিবার। চালু হল কলকাতা মেট্রোর ইয়েলো (হলুদ) ও অরেঞ্জ (কমলা) লাইন।
- ইয়েলো লাইন: নোয়াপাড়া থেকে সরাসরি জয়হিন্দ বিমানবন্দর। পথে পড়ছে দমদম ক্যান্টনমেন্ট ও যশোর রোড। সময় লাগবে মাত্র ১০ মিনিট।
- অরেঞ্জ লাইন: নিউ গড়িয়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি মোড়) হয়ে এখন বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারণ। এর ফলে নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পৌঁছানো যাবে মাত্র ২৩ মিনিটে।
এর আগে গত শুক্রবার উদ্বোধন হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা-এসপ্ল্যানেড অংশের। আড়াই কিলোমিটার পথ পেরোতে সময় লাগছে মাত্র ৩ মিনিট।
নোয়াপাড়া স্টেশনের গুরুত্ব:
এখন নোয়াপাড়া কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ জংশন হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে মেট্রো যায়—
- দক্ষিণেশ্বর
- ব্রিজি/শহিদ ক্ষুদিরাম
- জয়হিন্দ বিমানবন্দর (নতুন সংযোজন)
ভাড়া কাঠামো (Airport থেকে শুরু):
- নোয়াপাড়া: ₹২০
- দমদম: ₹৩০
- ধর্মতলা: ₹৪০
- সেক্টর ফাইভ (গ্রিন লাইন হয়ে): সর্বোচ্চ ₹৭০
আয় ও চ্যালেঞ্জ:
শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রো চালুর প্রথম দিনেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর আয় হয়েছিল ২৫ লক্ষ টাকারও বেশি। এবার দেখার বিষয়, ইয়েলো ও অরেঞ্জ লাইনে যাত্রীসংখ্যা এবং আয়ের পরিমাণ কতটা দাঁড়ায়। তবে, এত বড় নেটওয়ার্ক চালাতে পর্যাপ্ত কর্মী আছে কি না, তা নিয়েই উঠছে প্রশ্ন। কর্মচারী ইউনিয়নের দাবি, বিভিন্ন বিভাগে জনবলের ঘাটতি রয়েছে।