শিলিগুড়ি:ব্যবসায়িক উন্নয়নের লক্ষ্য নিয়ে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২এফ চালু করল লায়ন্স বিজনেস নেটওয়ার্ক (এলবিএন)। শুক্রবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এই উদ্যোগ।

এলবিএন-এর মাধ্যমে লায়ন্স সদস্যরা একদিকে যেমন লায়ন্সবাদের বন্ধুত্ব ও সেবার ঐতিহ্য বজায় রাখবেন, তেমনই পেশাগত উন্নয়ন ও ব্যবসায়িক সহযোগিতার নতুন সুযোগও অন্বেষণ করতে পারবেন। শুরুতেই চালু হয়েছে দুটি চ্যাপ্টার:

- লায়ন্স রিলেশন ইভিনিং চ্যাপ্টার, চেয়ারম্যান লায়ন পূজা আগরওয়াল
- লায়ন্স পাইওনিয়ার মর্নিং চ্যাপ্টার, চেয়ারম্যান লায়ন নবীন পারিখ
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলসিআইএফ ট্রাস্টি ও সাংবিধানিক এরিয়া লিডার পিআইডি লায়ন জিএস হোরা, জেলা গভর্নর লায়ন সুরেশ আগরওয়াল, জিএটি এরিয়া লিডার লায়ন নির্মল গিদ্দা, এলসিআইএফ এরিয়া লিডার লায়ন শ্রাবণ চৌধুরী সহ বিশিষ্টরা। বিশেষ আমন্ত্রিত হিসেবে ছিলেন ভিডিজি আই লায়ন পঙ্কজ মাসকারা ও ভিডিজি আই লায়ন আশা গজমের।

ডিস্ট্রিক্ট নেতৃত্বের বক্তব্য-
“এলবিএন হবে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে সদস্যরা মিলিত হবেন, যোগাযোগ করবেন ও একসঙ্গে এগিয়ে যাবেন। এটি শুধু ব্যবসায়িক সহযোগিতা নয়, বরং পারস্পরিক সম্পর্ক ও লায়ন আন্দোলনের সেবার আদর্শকেও শক্তিশালী করবে।”