
৪১ লক্ষ টাকার অবৈধ মদ, বিহার নম্বরের পিকআপ ভ্যান আটক
সবজি নয়, ফুলকপির বস্তার নিচে লুকিয়ে পাচার হচ্ছিল বিপুল পরিমাণ মদ! শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ির চম্পাসারির প্রধাননগর এলাকায় অভিযান চালায় আবগারি দপ্তর। সার্কিট গেস্ট হাউসের সামনে সন্দেহভাজন এক বিহার নম্বরের পিকআপ ভ্যানকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে চালকের কথায় অসঙ্গতি মেলায় চালানো হয় তল্লাশি। দেখা যায়, ফুলকপির বস্তার নিচে রয়েছে ১৫০টি কার্টনে রাখা ১৮০০ বোতল মদ! বাজারমূল্য প্রায় ৪১ লক্ষ ৭৫ হাজার টাকা।
ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় ২৩ বছর বয়সী পাচারকারী রোশন কুমার, যিনি বিহারের বাসিন্দা। অভিযানে ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করেছে আবগারি দপ্তর।
ধৃতকে শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। পুলিশ এখন তদন্তে নেমেছে এই পাচার চক্রের পিছনে থাকা মূল পান্ডাদের খোঁজে।