
শিলিগুড়ি, ৫ আগস্ট: ভক্তিনগর থানার উদ্যোগে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো। পুলিশের এই মানবিক পদক্ষেপে খুশি সাধারণ মানুষ।
সম্প্রতি থানায় একাধিক ফোন হারানোর অভিযোগ জমা পড়ে। এরপর পুলিশ আধুনিক প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে মোট ২৮টি স্মার্টফোন উদ্ধার করে। মঙ্গলবার একটি অনুষ্ঠানের মাধ্যমে ওই ফোনগুলি থানার পক্ষ থেকে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

ফোন ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকের কথায়, “আমরা আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদের ফোন ফিরিয়ে দিয়ে প্রমাণ করল যে আইনরক্ষকরা সবসময় আমাদের পাশে রয়েছেন।”
থানার আইসি অমিত অধিকারী জানান,
“এটি শুধুমাত্র ফোন উদ্ধারের অভিযান নয়, বরং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা এবং পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনার উদ্যোগ। আমরা ভবিষ্যতেও এই ধরনের কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”

পুলিশের এই উদ্যোগ সাধারণ নাগরিকদের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন অনেকেই।