
মালদা: নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল এক বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়। মঙ্গলবার ১৪ বছর বয়সী ওই কিশোরী নিজেই হরিশ্চন্দ্রপুর থানায় গিয়ে নিজের বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ সামনে আসতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি এর আগেও একাধিকবার ওই কিশোরীকে জোর করার চেষ্টা করেছিল বলে অভিযোগ। প্রথমবার সে ব্যর্থ হলেও, দ্বিতীয়বার জোরপূর্বক শারীরিক নির্যাতন করে বলে দাবি করেছে ভুক্তভোগী। অভিযোগের ভিত্তিতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পক্সো (POCSO) আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
এছাড়াও জানা গেছে, অভিযুক্ত পুরুষটির সাতটি বিবাহ হয়েছে। পরিবারিক অশান্তি ও স্ত্রীদের মধ্যে বিবাদের জেরে এই ঘটনার পেছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, সেই দিকটিও খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি, আদালতে তার গোপন জবানবন্দি রেকর্ড করা হবে। অভিযুক্তকে মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে।
পুলিশ ঘটনার সমস্ত দিক থেকে তদন্ত শুরু করেছে এবং ভুক্তভোগী কিশোরীর সুরক্ষা ও মনস্তাত্ত্বিক সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।