
বৈষ্ণবনগর, মালদা | মালদা জেলার বৈষ্ণবনগর থানার পারশিপুর গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। বন্যার জল দেখতে গিয়ে পুকুরে পড়ে মৃত্যু হল মাত্র সাত বছর বয়সী এক ছাত্রী মানসী প্রামাণিকের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি জায়গায় ৪-৫ জন শিশু একসাথে বন্যার জল দেখতে গিয়েছিল। সেই সময় পা পিছলে পুকুরে পড়ে যায় মানসী। সঙ্গে থাকা শিশুরা তড়িঘড়ি ছুটে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়।
পরিবার ও গ্রামবাসীরা ছুটে এসে মানসীকে উদ্ধার করেন এবং তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বৈষ্ণবনগর থানার কুম্ভীরা ফাঁড়িতে। পুলিশ এসে শিশুটিকে নিয়ে যায় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে, তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মানসীর বাবা সঞ্জয় প্রামাণিক পেশায় ভিনরাজ্যে শ্রমিক। মানসী স্থানীয় অনন্তপুর প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পরদিন বৃহস্পতিবার তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
এই ঘটনায় মানসীর পরিবার ও গ্রামজুড়ে চরম শোকের আবহ নেমে এসেছে। একমাত্র কন্যাকে হারিয়ে বাকরুদ্ধ পরিবার।