
হারুগ্রাম বারোবিঘা, মালদা: কালিয়াচক থানার হারুগ্রাম বারোবিঘা এলাকায় শুক্রবার রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ ও বিয়ের পর বিবাহ বিচ্ছেদের জেরে জামাই ও তার বাবাকে এলোপাথাড়ি কুপিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।
ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবার, গুরুতর জখম অবস্থায় ছেলেকে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজে।
মৃত ও আহত:
- মৃত: তাজমুল শেখ (৫০)
- আহত: ফায়িম শেখ (২০)
- বাসিন্দা: চামাপাড়া, বামনগ্রাম মোসিমপুর গ্রাম পঞ্চায়েত
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বাবা ও ছেলে জমিতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন।
হারুগ্রাম বারোবিঘা মাঠের কাছে তাদের উপর অতর্কিতে হামলা চালায় একদল সশস্ত্র ব্যক্তি। হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়।
প্রত্যক্ষদর্শীদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
অভিযুক্তরা:
- রাসিউল সেখ (মেয়ের বাবা)
- হাসনাত শেখ (আত্মীয়)
- আরও কয়েকজন অজ্ঞাত দুষ্কৃতী
মৃতের পরিবারের তরফে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশের ভূমিকা:
- তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ
- হত্যার পেছনে ব্যক্তিগত শত্রুতা ও বিবাহসংক্রান্ত অশান্তি বড় কারণ বলে মনে করা হচ্ছে
- অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে