
নিউ জলপাইগুড়ি, ১৮ জুলাই: নিউ জলপাইগুড়ি স্টেশনে চাঞ্চল্যকর ঘটনা। চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হল এক অজ্ঞাতপরিচয় যুবকের। মৃত যুবক মালদার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে নিউ জলপাইগুড়ি স্টেশনের উন্নয়নমূলক কাজ চলা অংশে প্রবেশ করেন ওই যুবক। স্টেশন চত্বরের ওই অংশে বিপুল পরিমাণ যন্ত্রপাতি ও যানবাহন রাখা ছিল। সেই সময় নির্মাণকাজে নিযুক্ত শ্রমিকরা ওই যুবককে সন্দেহভাজন মনে করে পাকড়াও করেন এবং বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।
অবশেষে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকা যুবককে উদ্ধার করে খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়। ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ ওই যুবককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠায়, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং জিআরপি যৌথভাবে ঘটনাস্থল থেকে মোট ৮ জন শ্রমিককে আটক করেছে। যদিও এখনও তাদের নাম প্রকাশ করা হয়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও রেলওয়ে পুলিশ (জিআরপি)। যুবকের নাম-পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন, চুরি সন্দেহে কাউকে এভাবে মারধর করে হত্যা করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। পুলিশের কাছে দাবি উঠেছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।