২১ শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসকে সামনে রেখে কোচবিহার বিশাল বাইক মিছিল করলো কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস। এদিনের এই বাইক মিছিলে কয়েক হাজার কর্মী সমর্থক অংশগ্রহণ করে। সোমবার সকালে কোচবিহার রাসমেলা ময়দানের সামান থেকে শুরু হয়ে মিছিলটি কোচবিহারের বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে । মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক , জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি স্বপন বর্মন , সহ-সভাপতি সায়নদীপ গোস্বামী সহ অন্যান্য নেতৃত্বরা । মূলত আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস কে লক্ষ করে এবং বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে এক হওয়ার বার্তা দিতে এই বাইক মিছিলের আয়োজন বলে জানান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।