
রাজা খান, প্রতিনিধি, উত্তর দিনাজপুর, গোয়ালপোখর | ভিনরাজ্যে কাজ করতে গিয়ে চরম হেনস্থার শিকার হলেন উত্তর দিনাজপুরের এক পরিযায়ী শ্রমিক। হরিয়ানার পানিপথে পুলিশি হেফাজতে শারীরিক নির্যাতনের ফলে পা ভেঙে বাড়ি ফিরতে হল গোয়ালপোখরের গোয়াগাঁও ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মহম্মদ জুনেইদ আলমকে।
বেশ কিছু বছর ধরেই হরিয়ানার একটি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করছিলেন জুনেইদ। কিছুদিন আগে স্থানীয় পুলিশ তাঁকে কোনও কারণ ছাড়াই আটক করে। অভিযোগ, তিনি আধার কার্ড ও পরিচয়পত্র দেখালেও সেগুলি গ্রহণ না করে তাঁকে মারধর করা হয়। এর জেরে গুরুতরভাবে আহত হন তিনি, এবং একটি পা ভেঙে যায়।
ঘটনার গুরুত্বপূর্ণ দিক:
- শ্রমিকের নাম: মহম্মদ জুনেইদ আলম
- বাড়ি: গোয়াগাঁও ১ গ্রাম পঞ্চায়েত, গোয়ালপোখর, উত্তর দিনাজপুর
- ঘটনার স্থান: পানিপথ, হরিয়ানা
- অভিযোগ: পুলিশ হেফাজতে শারীরিক নির্যাতন, পরিচয়পত্র থাকা সত্ত্বেও গ্রেফতার
- ফলাফল: পা ভেঙে রাজ্যে প্রত্যাবর্তন

মন্ত্রী গোলাম রব্বানীর প্রতিক্রিয়া:
ঘটনার কথা জানাজানি হতেই বুধবার তাঁর বাড়িতে পৌঁছান রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। আহত জুনেইদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন,
“এই জেলার বহু মানুষ পেটের দায়ে ভিনরাজ্যে কাজ করতে যান। ভারতবাসী হয়ে তাদের যদি এভাবে হেনস্থার শিকার হতে হয়, তা অত্যন্ত লজ্জার।”
তিনি জানান, এই ঘটনায় তারা সুপ্রিম কোর্টে অভিযোগ জানাবেন, পাশাপাশি রাজ্যে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ সহায়ক প্রকল্প চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও আশ্বাস দেন, জুনেইদ ও অন্যান্য শ্রমিকদের রাজ্যের মধ্যেই কাজের সুযোগ করে দিতে পদক্ষেপ করবে রাজ্য সরকার।