শিলিগুড়ি, ৩ নভেম্বর: অস্থায়ী সাফাই কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবিতে অনন্য উপায়ে প্রতিবাদ জানালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সোমবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মূল গেটের সামনে ঝাড়ু হাতে নিয়ে রাস্তা সাফাই করতে দেখা যায় তাঁকে। তাঁর সঙ্গে ছিলেন পুরনিগমের বিরোধী দলনেতা, বিজেপি কাউন্সিলরসহ একাধিক কর্মী ও সমর্থক।
বিধায়ক শঙ্কর ঘোষ জানান,
“শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্বে থাকা অস্থায়ী সাফাই কর্মীদের বেতন নিয়ে পুরনিগম উদাসীন। দীর্ঘদিন ধরে তাঁরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা তাঁদের পাশে আছি, এবং দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র করা হবে।”
স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, শিলিগুড়ি পুরনিগমের অস্থায়ী কর্মীরা প্রতিদিন শহর পরিষ্কার রাখার কাজ করে চলেছেন, কিন্তু তাঁদের আর্থিক অবস্থা এখনও অনিশ্চিত। বিধায়কের এই পদক্ষেপে তাঁদের দাবির পক্ষে নতুন জোর এসেছে বলে মনে করা হচ্ছে।