
শিলিগুড়ি, ৫ আগস্ট: শিলিগুড়ির একটি আবাসনে এক ব্যক্তির উপরে হামলা এবং বাড়িতে আসবাবপত্র ভাঙচুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।
স্থানীয় বাসিন্দাদের দাবি ওই ব্যক্তি সন্ধ্যা সাতটা নাগাদ বাঁচাও বাঁচাও করে চিৎকার করে। এরপর ওই আবাসনে ছুটে যায় স্থানীয় বাসিন্দারা। খবর যায় শিলিগুড়ি থানার পুলিশের কাছে। ছুটে আছে পুলিশ।
কিন্তু গোটা ঘটনায় ব্যাপক রহস্য ও চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।
শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডে এ বাড়িতে ঢুকে কি দুষ্কৃতি তাণ্ডব?
এই ঘটনা নিয়েই রয়েছে রহস্য! ঘটনাস্থলে শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে বেশ কিছু রহস্যজনক তথ্য পেয়েছে।
ফ্ল্যাট থেকে শুরু করে তৃতীয়তল ওই আবাসনের পুরো সিঁড়িতে এবং পেছনের ফাঁকা জমিতেও ছোপ ছোপ রক্তের দাগ মিলেছে। রূপকের হাতে এবং দেহের এক জায়গায় সামান্য আঘাত লাগলেও গোটা ফ্ল্যাটে এবং আবাসন চত্বরে এত রক্ত এলো কি করে তা নিয়েই রহস্য দানা বেঁধেছে পুলিশের মধ্যে।তবে স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ আহত রূপক সরকার নামে ওই ব্যক্তিকে নিয়ে যায় হাসপাতালে। ঘটনাস্থলে শিলিগুড়ি থানার উচ্চপদস্থ পুলিশ কর্তা এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ পুলিশ কর্তারা পৌঁছে বেশ কিছু রহস্যের আঁচ পেয়ে ফরেনসিক টিমকে তলব করে।। স্থানীয়দের বক্তব্য বাড়ির ভেতরে সমস্ত কিছু ও আলমারি ভাঙচুর অবস্থায় রয়েছে, তবে একটি আলমারি অক্ষত অবস্থায় রয়েছে বলেই সূত্রের খবর এবং সেই আলমারির হাতলে রক্তের দাগ রয়েছে। পুলিশ ফরেন্সিক টিম আসার আগে ওই আলমারি খুলতে চায়নি।
জানা গিয়েছে আক্রান্ত রূপক সরকার শিলিগুড়ি পৌরনিগমের অস্থায়ী কর্মী। পিতা বিছানায় শয্যাশায়ী। রূপকের স্ত্রী এবং সন্তান রয়েছে তবে তাদের মধ্যে খোর-পোষের মামলা চলছে ফলে তার স্ত্রী এবং সন্তান বাপের বাড়িতে থাকে। ডাব গ্রামের ওই আবাসনের রূপক তার বাবাকে নিয়েই থাকতো। সূত্রের খবর রুপক তার শালিকে বিয়ের জন্য আগ্রহ প্রকাশ করে অনেকের কাছেই দরবার করেছে। কিন্তু খোরপোষের মামলা চলায় তা সম্ভব হচ্ছিল না। অপরদিকে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এক ই রিক্সা চালকের সাথে তার মাঝে মাঝেই কথা কাটাকাটি হতো কোন অর্থনৈতিক কারণে। আজ যে ঘটনাটি ঘটেছে,তা ঠিক কি বিষয় নিয়ে তা বুঝতে রুপক সরকারকে পুলিশি হেফাজতে রেখেই চিকিৎসা চলছে।
শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে আগামীকাল আসবে ফরেনসিক টিম, তারপর ওই ফ্ল্যাট তদন্ত চালাবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। আপাতত ওই ফ্ল্যাট টি সিল করে দেওয়া হয়েছে। রূপক সরকারের পিতা অসুস্থ থাকায় তাকে ভর্তি করা হয়েছে রেল হাসপাতালে।