
আজকের রাজ্যজুড়ে ডাকা বনধের জেরে উত্তেজনার পারদ চড়ল শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির সাতভাইয়া মোড়ে। এশিয়ান হাইওয়ের ব্যস্ত রাস্তায় যান চলাচল বন্ধ করতে গিয়ে মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়ল বনধ সমর্থনকারীরা ও রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি (INTTUC)।
সকাল থেকেই সাতভাইয়া মোড়ে টায়ার জ্বালিয়ে স্লোগান তুলে রাস্তা অবরোধ শুরু করেন বনধ সমর্থকরা। যাত্রী বোঝাই গাড়ি থামিয়ে দেওয়া হয়, স্তব্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়ক। এরপর ঘটনাস্থলে পৌঁছায় শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র কর্মীরা। তারা অবরোধ সরাতে গেলে দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা এবং পরে তা রূপ নেয় হাতাহাতিতে।
বনধ সমর্থনকারীদের অভিযোগ, পুলিশের সামনেই আইএনটিটিইউসি-র কর্মীরা তাঁদের উপর হামলা চালায়, মারধর করা হয়। ঘটনাস্থলে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশবাহিনী। পুলিশ ইতিমধ্যেই এক ব্যক্তিকে আটক করেছে বলে জানা গেছে।