
শিলিগুড়ি: উত্তরবঙ্গ স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের (NBSTC) বেহাল পরিস্থিতি ও কর্মচারীদের ন্যায্য দাবিদাওয়ার সমর্থনে আগামী ২১শে আগস্ট অনশন কর্মসূচির ডাক দিল উত্তরবঙ্গ স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন, শিলিগুড়ি জেলা শাখা। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে এ ঘোষণা দেন সংগঠনের সদস্যরা।
ইউনিয়নের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন বকেয়া, চাকরির অনিশ্চয়তা এবং কর্মীর সংখ্যা কমে যাওয়ার ফলে কর্মচারীদের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে। বর্তমানে প্রায় ৪০০ কর্মীর উপর নির্ভর করে পরিষেবা চালানো হচ্ছে, যা পর্যাপ্ত নয় বলেই অভিযোগ।

সংগঠনের আরও দাবি, সরকারের দায়িত্বজ্ঞানহীনতা এবং বেসরকারিকরণের পথে হাঁটার চেষ্টা পরিবহণ কর্মীদের জীবন-জীবিকা বিপন্ন করছে। এর ফলে উত্তরবঙ্গের তরুণ প্রজন্ম পরিবহণ খাতে কর্মসংস্থানের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে।
এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আগামী ২১শে আগস্ট একদফা অনশন কর্মসূচিতে সামিল হচ্ছে উত্তরবঙ্গ পরিবহণ কর্মচারী ইউনিয়ন।